
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, বাংলাদেশের জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোড ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের অধিনে দরবেশের হাট ফাজিল মাদ্রাসাটি নিরলস কাজ করে যাচ্ছে ।
আগামীতেও এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মাদ্রাসাটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই মাদ্রাসাটির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।